নাজিম উদ্দীন জনি,ডেক্স রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলা বিএনপির শীর্ষ ৪ পদে নির্বাচন উপলক্ষে বাগআঁচড়ায় গণসংযোগ করেছে পদপ্রার্থীরা।
মঙ্গলবার সন্ধায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচনে সভাপতি পদপ্রার্থী খায়রুজ্জামান মধু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক ২টি পদে পদপ্রার্থী আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,মিকাইল হোসেন মনা,কায়বা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান সহ বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।