মিঠুন দত্ত –
আবহামান কাল থেকে লালিত হয়ে আসছে গ্রামবাংলার ্ঐতিহ্যবাহী ঢালি খেলা (লাঠি খেলা)। খেলাটি আজ কালের আবর্তে হারিয়ে যা”েছ। হারনো ঐতিহ্য ফিরিয়ে আনতে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের এক দল যুবক উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে গতকাল গ্রামের পূর্ব পাড়ায় অনুষ্ঠিত হয় ঢালি খেলা। খেলায় অংশ গ্রহণ করেন নতুন ও পূরাতন মিলে ১৬ জন খেলোয়ার। খেলায় অতীতের মতো জৌলুস না থাকলেও কাসি ও ঢোলের বাজনা শুনে খেলঅ দেখতে ঢালী প্রেমিক নারী -পুরুষ ছুটে আসেন। খেলা দর্শক আব্দুর রাশেদ মোল্যা (৬০) জানান, ঢালী খেলা আমার একটি প্রিয় খেলা। ছোট বেলায় এ গ্রামে ঢালী খেলার ব্যাপক প্রচলন ছিলো। গ্রামের মানুষ খেলা দেখে আনন্দ উপভোগ করতো। খেলার উদ্যোক্তা ব্যবসায়ী আব্দুর রশিদ জানান,হারানো ঐতিহ্য ধরে রাখতে আমি গ্রামে নতুন করে একটি ঢালী খেলার দল গঠন করেছি। এ সংবাদ এলাকায় প্রচার হওয়ায় বিভিন্ন এলাকা থেকে খেলের বায়না আসছে। আশাকরি খেলাটি এলাকায় পুনরায় জীবিত হবে।