কলারোয়ায় সীমান্তে বিজিবি’র অভিযানে পালসার মটরসাইকেল ও ফেন্সিডিলসহ দুই যুবক আটক! ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় হিজলদী সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পাচারের কাজে ব্যবহৃত নতুন পালসার মটরসাইকেল ও ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি’র সদস্যরা। শুক্রবার (১৪ ই জুন) বেলা দেড়টার দিকে হিজলদী সীমান্তে মেইন পিলার ১৫/৩ এস এর ১৫ আরবীর নিকট হয়তে ২০০ গজ পূর্বে বড়ালী গ্রামের মধ্যে থেকে যশোর জেলার শার্শা উপজেলার বাইকানা পাঁচকায়বা গ্রামের মৃত জাহান আলীর ছেলে কবীরুল ইসলাম (২৩) ও একই গ্রামের গহর আলী ছেলে আজিজুর রহমান (২২) কে ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত নতুন পালসার মটর সাইকেলটি জব্দ করেন বিজিবি। আটক দুই যুবক ও ফেন্সিডিলসহ জব্দকৃত মটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৩২শ’ত টাকার মতো। আটকদের শুক্রবার রাতেই থানা পুলিশের কাছে সোপার্দ করে বিজিবি। এ ঘটনায় হিজলদী ৩৩/৬ কোম্পানী ক্যাম্পের নায়েক ফজলুর রহমান বাদী হয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নং (১৭) ১৪/৬/১৯ দায়ের করেন। আটক আসামীদের শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।