দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় ১২০০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুই আটক

কলারোয়ায় ১২০০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৬! ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ ই জুন) বেলা সাড়ে ১২ টার দিকে পৌর সদরের হাসপাতালের মধ্যে থেকে চট্র মেট্রো গ ১১-২৪৫৫ প্রাইভেটকার ভর্তি ১২০০ বোতল ফেন্সিডিলসহ দুই পাচারকারী যুবককে আটক করা হয়। তারা হলেন যশোর জেলার শার্শা উপজেলার ভবের বেড় গ্রামের আব্দুল্লাহর ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই উপজেলার বাঁগাআচড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (২২)। সাতক্ষীরা র‌্যাব-৬ এর এডিশনার এএসপি বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে আটক মাদক পাচারকারীরা প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিল বহন করে সীমান্ত এলাকা থেকে কলারোয়ার অভিমুখে আসছিলো। র‌্যাব মাদক পাচারকারীদের উপর কঠোর নজর রাখলে পরবর্তীতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা কলারোয়া হাসপাতালের মধ্যে প্রাইভেটকারটি লুকিয়ে রেখে গা ঢাকা দেন। পরে তার নেতৃত্বে ওই দুই মাদক পাচারকারীকে হাসপাতালের বাহিরে থেকে আটক করে জিজ্ঞাসা করা হলে তারা জানান হাসপাতালের ভিতরে রাখা প্রাইভেটকারের পিছনের ডালার মধ্যে অভিনব কায়দায় ১২০০ বোতল ফেন্সিডিল লুকিয়ে তারা পাচার করছিলো ঢাকার উদ্দেশ্য। আটক ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৯ লাখ ৬০ হাজার টাকা ও জব্দকৃত প্রাইভেটকারের মুল্য ১০ লাখ টাকা বলে জানান র‌্যার-৬। আটক দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা যায়। এ ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ।। এ সময় তার উপস্থিতিতে আটক প্রাইভেটকারের পিছনের ডালার মধ্যে লুকিয়ে রাখা ফেন্সিডিল দেখাতে থাকেন র‌্যাব-৬।