কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে ভবন নির্মান করছেন জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু।
মোঃ আজমানুর রহমান, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে ভবন নির্মান করছেন জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মুখে মনোহর মার্কেট এলাকায় সরকারি ঘাটলার পাশে। সরজমিনে দেখা যায়, গত ১১জুন দিবাগত রাত ১০টার পরে ভবনটির ঢালাইয়ের কাজ শেষ করে শ্রমিকেরা। এলাকার পুলিন বিশ্বাস, ফরিদ শেখ, স্বপন সহ অনেকে সাংবাদিকদের বলেন- রাত ১০টার পরে পল্টু বাবুর লোকজনে এ কাজ শুরু করে। তারা আরো বলেন- এভাবেই নেতারা সরকারি জায়গা গ্রাস করছেন। ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ফিরোজ বলেন- এসি ল্যান্ড স্যার আমাকে ভবনটি ভেঙ্গে ফেলতে বলেছে। আমি ঘটনা¯’লে গেলে পরবর্তীতে আমাকে এসি ল্যান্ড স্যার মোবাইল ফোনে বলেন- তুমি ফিরে যাও, ¯’াপনাটি নিজেরাই ভেঙ্গে নিবে। এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমরা বসার জন্য একটি অফিস ঘর নির্মান করছি। এ বিষয়ে কোটালীপাড়া সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন- দেবদুলাল বসু পল্টু ৭ দিনের সময় নিয়েছে। সাত দিনের মধ্যে না ভাঙ্গলে, সাত দিন পরে আমরা ভেঙ্গে ফেলবো।