দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোলের দিনমজুর দুঃখু মিয়া বাঁচাতে চাই, সাহায্যের আবেদন 

বন্দর প্রতিনিধিঃ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইসমাইলের ছেলে দুঃখু মিয়া ওরফে দুখে (৩০) নামে এক দিনমজুর মটরসাইকেল এক্সিডেন্ট করে মারাত্মক আহত হয়ে বাঁগআচড়া শাশীকো সদর হসপিটালে ভর্তি রয়েছেন।

রবিবার (১৪ আগস্ট) বাগআঁচড়ায় একটি বাড়িতে কাজ শেষে ফেরার পথে চালতেবেড়িয়া বাজারে ভ্যান ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বাঁগআচড়া শাশীকো সদর হসপিটালে নিয়ে ভর্তি করেন। এই এক্সিডেন্টে তার মাথায় ও বুকে আঘাত পায়।

দুখের মা আকলিমা বেগম বলেন, ছেলের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু সে একজন দিনমুজর, তাই এত টাকা খরচ করার মত সামর্থ আমাদের নেই। তিনি সমাজের সম্পদশালীদের কাছে তার ছেলের জন্য সাহায্য কামনা করেন।

এলাকাবাসী ইদ্রিস আলী ইদু বলেন, দুঃখের পরিবারে সে একাই আয়ের উপার্জনশীল ব্যক্তি। তার কিছু হলে তার পরিবার পথে বসবে। তাই আপনাদের কাছে আমার আবেদন যে যা পারেন তাকে বাঁচাতে সাহায্য করেন।

এলাকাবাসী কুতুব উদ্দিন বলেন, দুখের চিকিৎসার জন্য প্রতিদিন ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। আমরা গ্রামে গ্রামে টাকা তুলছি, কিন্তু পতিদিন এতো টাকা তোলা সম্ভব হচ্ছে না। তাই সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে দুখেকে বাঁচানো সম্ভব হবে।

দুখেকে সাহায্যের জন্য বিকাশ নাম্বার
ইদ্রিস আলী ইদুরঃ 01711-931790
যোগাযোগেঃ শাহাবুদ্দিন আহমেদ- 01716-69 8062