ডা. শাহরিয়ার আহমেদ – আজ ঐতিহাসিক ৭ই মার্চ এ বছর প্রথমবার দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে স্বাধীনতাযুদ্ধের দিকনির্দেশনা দিয়ে ঐতিহাসিক ভাষণ দেন বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন থেকেই প্রকারান্তরে পাকিস্তানি শাসনের পরিবর্তে পূর্ব বাংলায় বঙ্গবন্ধুর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। আর ঘরে ঘরে শুরু হয়ে যায় সশস্ত্র মুক্তি সংগ্রামের প্রস্তুতি।
সাতচল্লিশের দেশভাগের পর দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শোষণ, নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল বাঙালি। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ বাঙালি গণ আন্দোলন থেকে শুরু করে নির্বাচনের মাঠেও নিজেদের মুক্তির আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির আবেগ, আর মুক্তির আকাঙ্ক্ষাকে ধারন করে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন ১৯৭১ সালের ৭ই মার্চ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে শেখ মুজিব বলেছিলেন মাতৃভূমিকে স্বাধীন করার প্রস্তুতি গ্রহণ করতে।
বঙ্গবন্ধুর সেই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল। প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মধ্যেই সাড়ে সাত কোটি বাঙ্গালিকে গেরিলা যুদ্ধের প্রস্তুতির নির্দেশ ছিলো।