দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভয়নগর, যশোর এর উদ্যোগে ২০২১-২০২২ মৌসুমে আওতায় অভয়নগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউস উপশী বীজ ও রাসায়নিক সার বিতরণ প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩রা মে রোজ সোমবার দুপুরের পর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়। সারাদেশে আউস ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কার্যক্রমের অংশ হিসাবে উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পীর জাদা জনাব শাহ ফরিদ জাহাংগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জনাব নারায়ণ চন্দ্র পাল এবং নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলাম মৌল্লিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকর্তা গন।