মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় বন্দর নগরী খ্যাত নওয়াপাড়া পৌরসভায় মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য বিধি। আজ ৮ই মে রোজ শনিবার বিকালে নওয়াপাড়া বাজারের চিত্র ছিলো এমনটাই ভয়াবহ। কোভিড-19 এর ভারতীয় ভেরিয়েন্ট যখন যশোরের ৬জনের শরীরে ধরা পড়েছে, তখন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার এমন চিত্র দেখে ভয়ানক আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞজনেরা। সম্প্রতি সরকারি সিদ্ধান্ত মোতাবেক শপিংমল এর সাথে গণপরিবহন চলাচল শুরু হওয়া মাত্রই সারা দেশের ন্যায় যশোরের অভয়নগর উপজেলায় ও বেড়ে গেছে লোকজনের অবাধ চলাচল। রাস্তায় রীতিমতো যানজট লাগতে দেখা গেছে। সেইসাথে আসন্ন ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সবাই।মুখে মাস্ক নেই, কারো মাস্ক আছে তা আবার থুতনিতে সামাজিক দূরত্ব বলতে কিছু আছে বলে মনেই হচ্ছে না। মোটকথা স্বাস্থ্য বিধি উপেক্ষিত হচ্ছে সর্বত্রই। এমনটা চলতে থাকলে ভারতীয় ভেরীয়েন্ট অভয়নগর উপজেলায় ও ছড়িয়ে পড়তে পারে অচিরেই -এমনটাই আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞজনেরা।