মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
যশোর -খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনা দিন কেষ্টি দিন বেড়েই চলেছে। কুষ্টিয়া কে ছেড়ে আসা খুলনা গামী গড়াই পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব ১৪-০৩০৩) ২ ই জুন বৃহস্পতিবার সকাল অনুঃ ৯ টার দিকে অভয়নগর উপজেলা প্রেমবাগ একটি ট্রাক কে বেপরোয়া গতিতে অতিক্রম করতে যেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে স্থানীয় জনগণের সহ অাহত কয়েকজনের নিকট জানা যায় বাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অাসছিলো।
যাত্রীদের নিষেধ কে কোনো কথা কর্ণপাত করেনি ড্রাইভার হেলপার।পাল্লা দিয়ে চলার এক পর্যায়ে হঠাৎ করে সামনে ট্রাক এসে পড়ে তখন অাচমকা ব্রেক করে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়।গাড়ির মধ্যে ৫০ জনের উর্ধ্বে যাত্রী ছিলো বলে জানা যায়। যাদের সকলেই কমবেশি হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ গোবিন্দ পোদ্দার বলেন, আহত ১৬ জন চিকিৎসা নিয়ে চলে যায়। গুরুতর আহত ফারুক (৫০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অনেকে অনত্র চিকিৎসা নিয়েছে।
গড়াই, রুপসার মত বেপরোয়া গতির বাস গুলি এখন সড়ক দুর্ঘটনার কারন হয়ে ছাড়িয়েছ বলে স্থানীয় দের অভিমত।