দৈনিক সমাজের কন্ঠ

যৌন হয়রানির দায়ে ৩ যুবককে জেল-জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত

সমাজের কণ্ঠ  ডেক্স : ২০১৯-০৬-২১ – চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি যৌন হয়রানির ঘটনায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সজ্জন গ্রামের রজেড আলীর ছেলে সোহাগ আলী (২২) সদর উপজেলার চরমহনপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে রনি আলী (২৩) ও একই এলাকার রায়হান আলী (২২)।স্থানীয়রা জানান, সজ্জন এলাকায় এক স্কুলছাত্রীকে সোহাগ প্রতিনিয়ত শ্লীলতাহানি ও ওই ছাত্রীকে বিয়ে করার জন্য পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সোহাগকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ দণ্ডাদেশ দেন।অন্যদিকে পৌরসভার চরমহনপুর এলাকায় এক মেয়েকে যৌন হয়রানির দায়ে একই এলাকার রনি ও  রায়হানকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ছবি: প্রতীকী