বিদেশী শিক্ষার্থীদের নিয়ে আদ্-দ্বীন মাদার কেয়ারের স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠান

0
0

ইকবাল হোসেনঃ আকিজ গ্রুপের একটি পণ্য ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিন এর ব্যবহারবিধি নিয়ে বিদেশী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড। রোববার সকাল সাড়ে ৯ টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক মিলনায়তনে এ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন ইউমেন্স মেডিকেল কলেজে অধ্যায়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জুনায়েদ বিন গিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. জামালুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফুজ্জামান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জামালুন্নেসা বলেন,‘সুস্থ জাতির জন্য নারীদের সুস্থ থাকা জরুরি। ডাক্তারি পেশা একটি মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানবসেবার পাশাপাশি সমাজ সচেতনতামূলক কাজে নিজেকে নিয়োজিত করা যায়। নারীদেরকে পারিবার ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তাই নারীদের সব সময় সুস্থ থাকা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্তরের নারীরা পিরিয়ডজনিত নানা সমস্যা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। পিরিয়ড নিয়ে কথা বলা একটি সামাজিক ট্যাবু। এই ট্যাবু দূর করে নারীদের পিরিয়ডের সময় বিভিন্ন রোগ থেকে বাঁচতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিন নারীকে প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here