দৈনিক সমাজের কন্ঠ

আফগান বিমান বাহিনীকে ভারতের দেওয়া অ্যাটাক হেলিকপ্টার দখল করে নিয়েছে তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৯ সালে আফগান বিমান বাহিনীকে ভারতের উপহার দেয়া একটি অ্যাটাক হেলিকপ্টার দখল করে নিয়েছে সশস্ত্র তালেবান।

স্থানীয় একটি সংবাদ মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে, ভারত আফগান সেনাবাহিনীকে যে কয়েকটি এমআই-৩৫ হেলিকপ্টার গানশিপ দিয়েছিল, তার মধ্যে একটি বুধবার কুন্দুজ বিমানবন্দর থেকে নিয়ে গেছে তালেবান।
তবে আর একটি স্থানীয় সূত্রে আবার দাবি করা হয়েছে যে, কপ্টারটি অকেজো হয়ে পড়ে ছিল। ফলে তালেবান বাহিনী সেটিকে কোনও কাজে লাগাতে পারবে না। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১৯ সালে বন্ধু দেশ আফগান বিমান বাহিনীকে চারটি ‘এম-৩৫’ অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল ভারত। অত্যাধুনিক ওই গানশিপগুলোতে রকেট ও মিসাইল থেকে শুরু করে অনেক রকমের হাতিয়ার বহন করা যায়। তারমধ্যে একটি রাখা ছিল কুন্দুজ বিমানবন্দরে। সূত্র: হিন্দুস্তান টাইমস