আফগানিস্তানে তালেবানের অভিযানে ৬০০ আইএস জঙ্গী ও তাদের অনুসারী আটক

0
0

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এই পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্য ও সমর্থককে আটক করা হয়েছে। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন তালেবানের মুখপাত্র মোঃ জাবিহুল্লাহ মুজাহিদ। তাদের মধ্যে আইএসের নারী সদস্যও রয়েছে বলে তিনি জানান।

বুধবার সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আইএস বড় কোনো হুমকি নয়। তিনি দাবি করেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনগণের সমর্থন নেই। আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। তালেবান জাতীয় পর্যায়ে তৎপর। অন্যদিকে আইএস তৎপর বৈশ্বিক পর্যায়ে। তালেবানের চেয়ে আইএস বেশি উগ্র ও সহিংস। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে আইএস। একই সঙ্গে তারা দেশটির সংখ্যালঘু শিয়াদের নিশানা করেও হামলা চালিয়েছে।

কয়েক বছর ধরে আফগানিস্তানের নানগারহার প্রদেশ আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে। গত মধ্য আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের মাসে তারা সরকার গঠনের ঘোষণা দেয়। এর পর থেকেই আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে তালেবান। সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here