সমাজের কন্ঠ আন্তর্জাতিক ডেস্ক – ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখল থেকে আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বব্যাপী ”কুদস ফোরাম” গঠনের আহবান জানিয়েছে তুরস্কের আঙ্কারা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম (এএসটিপি)।
গতকাল বৃহস্পতিবার (৩০শে জুলাই) আরাফাহ দিবস উপলক্ষে জারি করা একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
প্ল্যাটফর্মটি ইসলামিক সহযোগিতা সংস্থাকেও (ওআইসি) এই মহৎ উদ্দেশ্য সাধনে সর্বাগ্রে কাজ করার ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।
এএসটিপি ইসরাইলের অবৈধ দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়ে বলেছে, ইসরাইলি দখলদারিত্ব জেরুজালেমকে নিপীড়িত করেছে এবং এই শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিচয়কে নির্মূল করেছে। তাই আমরা আল-আকসাকে মুক্ত করতে বিশ্বব্যাপী ‘কুদস ফোরাম’ গঠনের আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল যেখানে আল-আকসা অবস্থিত। পরবর্তীতে মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম এ স্থানের ব্যাপারে ইহুদিরা দাবি করে যে এটি প্রাচীন যুগে ইহুদি মন্দির ছিল