দৈনিক সমাজের কন্ঠ

অবশেষে টারমিনেটর-২ ছবির বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের ফুটপাতে স্থান।

সমাজের কন্ঠ ডেস্ক – হলিউডের সেই বিখ্যাত মুভি টারমিনেটর-২ এর অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের স্থান হলো ফুটপাতে। আর্নল্ড শোয়ার্জনেগার তার নিজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে নিদ্রিত অবস্থার একটা ফটো পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন – “সময় কীভাবে বদলায়”! তিনি বৃদ্ধ হয়েছেন বলে এই বাক্যটি লেখেননি। তার এই ব্রোঞ্জ মূর্তিটি এই হোটেলটির সামনে যখন স্থাপন করা হয় তখন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন এবং তিনিই হোটেলটি উদ্বোধন করেন । হোটেলের কর্মচারীরা তাকে সম্মানের সাথে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলো, যে কোন সময় আপনি এই হোটেলে এলে আপনার জন্য একটি সংরক্ষিত কক্ষ থাকবে । পরবর্তীতে কোন এক সময় আর্নল্ড সেই হোটেলে গেলে তাকে হোটেল প্রশাসন থেকে বলা হয় যে, এই মুহুর্তে কোন ঘর খালি নেই তাই আপনাকে আমাদের ফেরাতে হচ্ছে। তিনি তখন একটি স্লিপিং জ্যাকেট এনে তার মূর্তির নীচে ঘুমিয়ে পড়েন এবং তার এই অবস্থা কল্পনা করার জন্য অনুরোধ করেন অন্যদের । তিনি এটাই বলতে চেষ্টা করেছেন যে, মানুষ যখন তার অবস্থানে থাকে তখন মুল্যায়িত হয়, অন্যথায় নয়। সময়ের ব্যাবধানে সব বদলায়। নিজের অবস্থান, ক্ষমতা বা বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থাবান হওয়া উচিৎ নয় কারোরই। স্থায়ী বলে কিছু নেই পৃথিবীতে ।