লাইফ সাপোর্টে এরশাদ, বিদেশ নিতে প্রস্তুত পরিবার – জিএম কাদের

0
2

সমাজের কণ্ঠ  ডেস্ক: জুন ৩০, ২০১৯ -জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দলের চেয়ারম্যান সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে আমাদের পরিবার প্রস্তুত। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসায় আমাদের আস্থা আছে।’

রোববার সন্ধ্যায় জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, সকাল থেকে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল। কিন্তু সকাল থেকে তার ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। ওষুধের পরিবর্তন করে তার ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।
তিনি বলেন, ‘মিডিয়াতে প্রচার হয়েছে, অর্থের অভাবে পার্টির চেয়ারম্যানের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না- এটা সম্পূর্ণ ভুল। আমার যা কিছু আছে, সর্বস্ব দিয়ে হলেও ভাইকে সুস্থ করতে আমি ব্যয় করতে প্রস্তুত। তা ছাড়া তিনি তো এখনো সংসদের বিরোধীদলীয় নেতা। সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান। তার চিকিৎসার অর্থ রাষ্ট্রও দেবে।’

গত বৃহস্পতিবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে বলেছিলেন, অর্থের অভাবে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এই কথা কেন বলা হয়েছিল- সংবাদ সম্মেলনে জানতে চান সাংবাদিকরা।

জবাবে মহাসচিব রাঙ্গা বলেন, ‘সংসদে বলা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে মিডিয়াতে। আমি মূলত বিএনপি নেতা হারুনের বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলাম, এরশাদকে দুর্নীতিবাজ প্রমাণ করতে বিএনপি দেশে-বিদেশে গোয়েন্দা সংস্থা লাগিয়েছিলো। কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায়নি। আল্লাহ বিচার দুনিয়াতে করে দেখান। খালেদা জিয়া আজ দুর্নীতির দায়ে কারাগারে আছেন। অথচ এরশাদ দুর্নীতি না করায় চিকিৎসার জন্য তার নিজের কাছে কোনো অর্থ আজ নেই।’

সম্পাদনা: অশোকেশ রায়

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here