সমাজের কন্ঠ ডেস্ক – বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে মঙ্গলবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। একই সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত ১১টার দিকে তাকে ভর্তি করা হয় গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে।
তিনি জানান, শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। সোমবার চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। এর পর মঙ্গলবার বিকেলের দিকে তাকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তিনি দেশবাসী ও এটিএম শামসুজ্জামানের ভক্ত অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করেন।