অভয়নগর প্রতিনিধি : আগামী ৯ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বিার্ষিক সম্মেলন ২০১৯অনুষ্ঠিত হবে । অভয়নগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক সুশান্ত কুমার দাস শান্ত।ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু,১৯৮৯ সালে রাজঘাট ইউনিয়ানের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ,৯০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন , পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১৭ টি রাজনৈতিক মামলার শিকার হন , ১৯৯৪সালে অভয়নগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ,১৯৯৫ সালে অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন,দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখায় ১৯৯৯ সালে আবারো পুনরায় অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০০৪ সালে নওয়াপাড়া পৌর নির্বাচনে ৯ নং ওর্য়াড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন , ২০০৬সালে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হন , ২০১৬সালে নওয়াপাড়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন , ২০১৮সালে অভয়নগর উপজেলা আওয়অমীলীগের যুগ্ন আহবায়ক হন , সুশান্ত কুমার দাস শান্ত সাথে একান্ত সাক্ষাৎকারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে কী ধরনের কাজ করবেন জানতে চাইলে তিনি জানান আমি সব সময় দলীয় কর্মসূচিতে ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি ।আমি সব সময় নেতাকর্মীদের ও জনগণের পাশে ছিলাম , দুঃখ-দুর্দশায় সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । এবং আগামীতেও পাশে থাকবো ।আপনারা জানেন আমি গত ৪ বছর ধরে নওয়াপাড়া পৌরসভার মেয়রের দায়িত্ব সততার সাথে পালন করে আসছি
দখলদার চাঁদাবাজি মাদক ব্যবসায়ীদের কখনোই স্থান দিইনি আমি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও ঠিক এমনই থাকবে ।