দৈনিক সমাজের কন্ঠ

যশোরের অভয়নগরে ভৈরব নদ পূর্ব জনপদে নদী ভাঙ্গনের কবলে পড়ে ১২০ পরিবার সর্বশান্ত

স্টাফ রিপোর্টার –
অভয়নগরে ভৈরব উত্তর-পূর্ব জনপদের বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ভৈরব নদ সংলগ্ন ১২০টি পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে। তাদের বাড়ি ঘর ও চাষের জমি নদ গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
শত বছর ধরে ওই নদীর তীরে বিভিন্ন ধর্মের ও বর্ণের মানুষ একএে বসবাস করে আসছে । কিন্তু সাম্প্রতি সময়ে নদী ভাঙ্গনের কবলে পড়ে বসতভিটা হারিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার । এবং যারা সবকিছু উপেক্ষা করে বসবাস করছে তারা প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পড়ে জীবনযাপন করছে । ওই গ্রামে নদীর তীরে অবস্থিত বসবাসকারী স্থানীয়দের সাথে কথা বলতে গেলে জানা গেছে, তারা প্রায় ১৫০ বছর যাবৎ এখানে বসবাস করে আসছে। কিন্তু এখন নদী ভাঙ্গনের জন্য তাদের বাবা দাদার রেখে যাওয়া জমিজমা এমনকি শেষ সম্বল বসতভিটা টুকু নদী ভাঙ্গনের ফলে হারিয়ে সর্বশান্ত হ্েচ্ছ। তারা আক্ষেপ করে জানান আমাদের দু:খ দুর্দশা দেখার কেউ নেই। নদীর তীরে বসবাসকারী মো: ওলিয়ার রহমান,মো: হফিজুর রহমান, মো: আখতার সহ আরো অনেকের সাথে কথা হয়। তারা জানান, আমরা নিজেদের অর্থায়নে নদী ভাঙ্গন ঠেকাতে ছোট পরিসরের বাধ নির্মাণ করেছিলাম। কিন্তু সে বাঁধটি বেশিদিন স্থায়ীত্ব পায়নি । আমাদের এখানে অনেকেই হতদরিদ্র পরিবার । তারা দিন আনে দিন খায় ।আমাদের নিজেদের সমার্থ্য নাই বড় ধরনের স্থায়ী বাধ নির্মাণ করার । এ সময়ে স্থানীয় কিছু লোক অভিযোগ করে বলেন, অতীতে এ বিষটি নিয়ে পত্র-পত্রিকায় অনেক লেখা লেখি হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি।