আকিজ জুট মিল জাতীয় রপ্তানীতে দেশের সেরা পদকের গৌরব অর্জন

0
0

স্টাফ রিপোর্টার-পাট-সূতা উৎপাদনকারী ও পাটজাত পন্য রপ্তানীতে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আকিজ জুট মিলস্ লিঃ প্রতি বৎসরের ন্যায় এবারও জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করে দেশের শীর্ষস্থান দখল করে আসছে ।
প্রতিবছর সর্বোচ্চ বৈদেশিক মূদ্রা অর্জন সহ সর্বোচ্চ রাজস্ব প্রদানে ঈর্ষন্বীয় সাফল্যের মধ্য দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ প্রতিষ্ঠানটি দেশ, সমাজ তথা রাষ্ট্রের কাছে প্রতিশ্রুতি পূরণে অগ্রণী ভুমিকা পালন করে চলেছে। আর এ কারনে দিনের পর দিন আকিজ জুট মিলস্ লিঃ বিশ্বব্যাপী নিজের অবস্থান তৈরি করে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করাসহ দেশের ভাবমূর্তী বিশ্বের কাছে উজ্জ্বল করে দেশের ব্যবসা-বাণিজ্যকে তরান্বিত করে চলেছে। দক্ষিনবঙ্গের আকিজ সিটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের সুনাম ও অবস্থান বৃদ্ধি করে যশোরের শিল্প নগরী নওয়াপাড়াকে আরও বেশি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছে। যার ফলে ২০১৮-২০১৯ কর বছরে পাট শ্রেণীতে “১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী ট্যাক্স কার্ড সম্মাননা-২০১৯” উঠেছে দেশের স্বনামধন্য এ প্রতিষ্ঠানটির ঘরে। ২০১৮-২০১৯ কর বছরে পাট শ্রেণীতে “১ম সর্বোচ্চ আয়ক প্রদানকারী ট্যাক্স কার্ড সম্মাননা-২০১৯” অর্থ মন্ত্রনালয়ে অর্থ মন্ত্রীর দফতরে মাননীয় অর্থ মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল , এফসিএ, এম.পি এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ বশির উদ্দিন,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here