স্টাফ রিপোর্টার – দিয়ে সরকার দাবি পূরণ না করায় আগামী ২৯ নভেম্বর রাত ১২টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন। ববিরার বিকালে যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ায় সংগঠনের অন্যতম নেতা প্রয়াত দিদারুল হক এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধূরি আশিকুল আলম পটল এ ঘোষণা দেন। এর আগে ১১ দফা দাবি আদায়ের জন্য গত ১৫ এপ্রিল থেকে কয়েক দিন লাগাতার ধর্মঘট পালন করেছিলো তারা। তখন সরকার দাবি পূরণের প্রতিশ্রæতি দিলে নের্তৃবৃন্দ আন্দোলন স্থগিত করেন। চৌধূরি আশিকুল আলম বলেন,দীর্ঘদিন পেরিয়ে গেলেও সরকার আমাদের দাবি পূরণ করেনি। যে কারনে আমারা আবারো আন্দোলনের ডাক দিয়েছি। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি নাজিউর রহমান নজরুল,যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস,লঞ্চ লেবার এসোসিয়েশনের নেতা আকবর আলী মাষ্টার,নৌ-যান নেতা জসীমউদ্দিন, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু,নৌ-যান শ্রমিক সংগঠনের নওয়াপাড়া শাখার সচিব নিয়ামুল ইসলাম রিকো, ট্রেড ইউনিয়ন সংঘের উপজেলা নেতা নাজমুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত নেতা দিদারুল হকের কর্মযজ্ঞ তুলে ধরেন।