দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার- যশোরের অভয়নগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। একই সাথে সকল সরকারি বে-সরকারি ও আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টানে স্ব স্ব          উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৭টা ৪৫ মিনিটে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আ.লীগ ও তার অঙ্গসংগঠন, অনলাইন পত্রিকা অপরাজেয় বাংলার সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। সকাল ৮টায় স্টেশন বাজারে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন , সকল রাজনৈতিক দল, নওয়াপাড়া প্রেসক্লাব ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপজেলা ইউনিট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,                 সামাজিক প্রতিষ্ঠান সমুহ। সকাল ৮টা ৪০ মিনিটে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বাীর মুক্তিযোদ্ধা, পুলিশ,আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস,সিভিল ডিপেন্স,রোভার স্কাউট,গার্লস গাইড, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সকাল ১০টায় শিশু কিশেষারদেও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া                                                                         প্রতিযোগিতা, ১১টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন বিষয়ক আলোচনা সভা, সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধণা। মসজিদে বাদ জোহর শহীদের জন্য বিশেষ মোনাজাত এবং           মন্দিরে প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, দুপুর ২টা ৩০ মিনিটে বিভিন্ন সংগঠনের সাথে প্রীতি ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শণ। এবং রাতে নওয়াপাড়া                                                                                                                                 সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা সকল সরকারি বে-সরকারি .মালিকানা শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।