নওয়াপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -৩

0
0
স্টাফ রিপোর্টার- নওয়াপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকালে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ গেট এলাকায় খুলনাগামী যাত্রীবহি রুপসা পরিবহন একটি মোটর সাইকেল ধাক্কা দিলে দুর্ঘটনায় দুইজন নিহত হয়। নিহতরা হলেন জেলার মণিরামপুর উপজেলার আঠারপাকিয়া গ্রামে শরিফুল ইসলাম (২৯) ও সুজ্জাত হোসেন(২৮)। এ সময় আহত হন জসিম উদ্দিন(৩০)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, যশোর থেকে শরিফুল ইসলাম ও তার দুই সহযোগি মোটর সাইকেল যোগে মণিরামপুর বাড়ি ফিরছিলেন। তারা প্রেমবাগ গেট এলাকায় পৌছালে খুলনাগামী রূপসা পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শরিফুল ও সুজ্জাত হোসেন নিহত হয়। আহত হয় জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার উত্তেজিত জনতা বাসটিকে আটক করে। প্রতক্ষদর্শি রেজাউল ইসলাম বলেন, যশোরের দিক থেকে একটি মটরসাইকেল প্রেমবাগ গেটে এসে মহাসড়ক থেকে মনিরোপুর সড়কে নামার জন্য মোড় নেয়। ওই সময়ে একটি বাস সেখানে যাত্রী নামাইতেছিলো। একই সময়ে খুলানাগামী রুপসা পরিবহনটি থেমে থাকা বাসটিকে অতিক্রম করে দ্রæত যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘনার শিকার হয়।
অপরদিকে, আকিজ সিটির সামনে হলভঠ হভপঢ় ১১ টায় অপর এক দুর্ঘটনায় জামাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। তিনি জেলার সদর উপজেলার গাইদগাছি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হোসেন আলী। জানা গেছে , জামাল হোসেন সড়ক মেরামতের কাজে যানবাহন নিয়ন্ত্রনের দায়িত্ব পালন কছিলেন। এ সময়ে খুলনাগাগী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনার ট্রাকের ড্রাইভার আব্দুল করিম(৬২)কে ্টটক করেছে হাইওয়ে থানা পুলিশ। তার বাড়ি অভয়নগর উপজেলার নওয়াপাড়া ঠাকুরপাড়া ্এলাকায়। এ ঘটনায় থানায় মামলঅর প্রস্তুতি চলছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যাতা স্বীকার করে বলেছেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তকদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here