দৈনিক সমাজের কন্ঠ

যশোরের অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার – যশোরের অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অর্ধ-শতাধিক হত দরিদ্র শীতার্ত প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ (ইউসিবি) নওয়াপাড়া শাখার সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে রাজঘাট বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এর প্রশিক্ষণ রুমে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউসিবি ব্যাংক খুলনা আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ফকির আক্তারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া, ইউসিবি ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নান, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও ভোরের কাগজ নওয়াপাড়া প্রতিনিধি আলহাজ্ব এস এম রফিকুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঋণ কার্যক্রমের পরিচালক মো: আসাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ, আইন কর্মকর্তা মো: শফিউল্লাহ মোল্লা, মো: আশরাফ হোসেন, মো: জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সহকারি পরিচালক (প্রশিক্ষণ) এস এম ফারুক হোসেন ।