দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় এক মহিলা শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :অভয়নগরের পাঁচ কবর নামক স্থানে ডিজিটাল ওয়েব্রীজের সামনে ইজিভ্যানের চাকার সাথে জড়িয়ে তাসলিমা আক্তার(৫০) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সিডল টেক্সটাইল মিলের শ্রমিক ছিল। তার স্বামীর নাম মোঃ আবুল হোসেন। তারা কাপাশহাটি গ্রামে মশিয়ারের বাড়ি ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি যশোর রুপদিয়ার জিরেট নামক গ্রামে।
জানা গেছে, গতকাল রাত ৯.৩০ টায় তাসলিমা আক্তার কাপাশহাটি গ্রাম থেকে নওয়াপাড়া আসার উদ্দেশ্যে একটি ইজিভ্যানে ওঠে। ইজিভ্যানটি পাঁচ কবর নামক স্থানে পৌছালে ডিজিটাল ওয়েব্রীজের নিকট জ্যামে আটকা পড়ে। ডিজিটাল ওয়েব্রীজে কয়েকটি ট্রাক ঢোকার জন্য প্রতিযোগিতা করছিল। এমতাবস্থায় ইজিভ্যানটি নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় তাসলিমার শাড়ির আচঁল ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে গেলে সে রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে য মৃত ঘোষনা করেন। এ বিষয়ে অভয়নগর থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ও.সি ফারুক হোসেন সাংবাদিকদের জানান লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সড়কের পাশে ওয়েব্রীজ স্থাপনের কারনে নওয়াপাড়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা বেড়ে চলেছে।