অভয়নগরে ঘাট সরদার মফিজুল হকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

0
0

স্টাফ রিপোর্টার : অভয়নগরে ঘাট সরদার মফিজুল হকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে আহতের স্ত্রী পারভীন নাহার বাদি হয়ে আট জনের নামে ও অজ্ঞত আরো ৭/৮ জন উল্লোখ করে মামলাটি দায়ের করেন। মামলা নং -৩। তারিখ: ০২-০২-২০২০।মামলায় আসামীরা হলো, নয়ন হোসেন(৩২), চয়ন হোসেন( ২৯) উভয়ে পিতা সাইদ শেখ, আতিয়ার রহমান(৩১, পিতা-মতিয়ার রহমান, রুবেল হোসেন( ৩৫), পিতা আবজাল হোসেন, পিতা , পাভেল রহমান(৪২), পিতা অঙ্গাত, সর্ব সাং একতারপুর,সুমন হোসেন(৩৫), পিতা হালিম শেখ, নাসির মোল্লা ৩৩, পিতা আকরাম সাং তালতলা মাইলপোস্ট, সেলিম ২৯, পিতা- আক্তার গাজী, সাং গাজীপুর। সহ অজ্ঞাত আরো ৭/৮জন আসামী উল্লেখ করা হয়েছে। গত শনিবার সকালে তালতলা চৌরাস্তায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মফিজুল হক মফিজ(৪০) ঘাট সরদার জখম হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে এখন আশংকামুক্ত বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here