দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে তরুনদের হাতে হাতে মোবাইলঃ জড়িয়ে পড়ছে মাদক সহ অসামাজিক কর্মকান্ডে

স্টাফ রিপোর্টার: অভয়নগরে তরুনদের হাতে হাতে মোবাইল ফোনের অপব্যবহারে তরুন সমাজ জড়িয়ে পড়ছে মাদক সহ অসামাজিক কর্মকান্ডে তাছাড়া যশোরের অভয়নগরে ইয়াবা এবং ফেনসিডিল সহ বিভিন্ন মাদকের কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভয়নগর উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপনে ও প্রকাশ্যে মাদক কারবার বৃদ্ধি পাওয়ায় যুব সমাজের পাশাপাশি কিশোরদের একটি অংশ বিপদগামী হচ্ছে। এসব ঘটনায় পরিবারের পক্ষ থেকে আগে-ভাগে নিয়ন্ত্রণ না থাকায় যুব ও কিশোর সমাজের জন্য তাদের অভিভাবকদের নানাভাবে চরম খেসারত দিতে হচ্ছে। অনেক পরিবার এখন তাদের নিয়ে রিতিমতো আতঙ্কে আছে।
খোজ নিয়ে জানা যায়, বিশেষ করে অভয়নগর উপজেলার পৌর এলাকার সরকারী হাসপাতাল গেটের সামনের মহল্লায় অবস্থিত মিরের চাতাল ও খেজুরতলা নামক এলাকা সহ এর আশেপাশের এলাকায় মাদকের ভয়াল থাবায় ১২ বসর থেকে শুরু করে টিনেজ বয়সের যুবকেরা বেশি আসক্ত হয়ে যুব ও কিশোররা জড়িয়ে পড়ছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায়। বর্তমানে অভয়নগর উপজেলার বিভিন্ন অঞ্চলসহ পৌর এলাকায় গাঁজা ও ফেন্সিডিল এবং ইয়াবার বিকিকিনির হার অনেক বেড়ে গেছে। সচেতন মহল মনে করেন, কিছুটা হলেও এসব ঘটনায় প্রশাসনের অভিযানের পাশাপাশি স্থানীয় প্রতিবাদীরা এগিয়ে না আসলে এই এলাকাটি মাদকের ভয়ঙ্কর আখড়ায় পরিনত হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে মাদক কারবার ছেড়ে দেয়া কয়েকজন জানান, তারা যখন মাদকের কারবার চালিয়েছে তখন অনেক জায়গা ম্যানেজ করে ব্যবসা চালাতে হয়েছে। ফলে, তাদের অভিজ্ঞতায় দাবী করেন, প্রকাশ্যে হোক আর গোপনে হোক বর্তমানে যারা মাদকের কারবার চালিয়ে আসছে তাদেরকেও অনুরূপভাবে কিছুটা হলেও ম্যানেজ করে মাদক কারবার করতে হয়। সূত্র জানায়, উপজেলার গ্রামাঞ্চলের বিভিন্ন পয়েন্টে মাদকের এসব কারবার অনেকটা সুবিধাজনক। যে কারণে মাদক কারবারীরা এখন পল্লী এলাকার ওই সব স্থান বেছে নিয়েছে। তবে পৌর এলাকায় শতাধিক ইয়াবা ও ফেনসিডিল বিক্রেতা বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তির ছত্রছায়ায় তাদের কারবার পুরোদমে চালিয়ে আসছে। মাদকের ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীর অভিযান চলমান থাকলেও বর্তমানে পৌর শহরে যারা ওই কারবার চালিয়ে আসছে তাদের মধ্যে অধিকাংশই ক্ষমতাধর কিছু ব্যাক্তির আশীর্বাদ রয়েছে। মাদক নির্মূলের ব্যাপারে স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স ভুমিকা রাখলেও কার্যত কিছু বিপথগামী রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোশকতায় চলছে মাদকের এসব কারবার। এ ব্যাপারে সচেতন অনেকের মন্তব্য শুধু যুবসমাজ নয়, নওয়াপাড়া পৌর এলাকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে মাদক বিক্রি ও সেবনে ঝুঁকে পড়েছে অসংখ্য শিক্ষার্থী কিশোররা। সমাজিক অবস্থানের কথা চিন্তা না করে নামী-দামী ভিডিও মোবাইল ফোন হাতে তুলে দেয়াসহ নানা কারণে আজকের অধিকাংশ কিশোররা অভিভাবকদের নিয়ন্ত্রণের দরজা পার হয়ে গেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকসহ সচেতন অনেকের মন্তব্য আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবক মহল কঠোর অবস্থানের সাথে সাথে সচেতন না হলে ওই সকল বিপদগামী কিশোররা ভবিষ্যতে বড় ধরনের অপরাধ কর্মকান্ডে জড়াতে পারে।