দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে বেড়েই চলেছে করোনা, সাথে বাড়ছে ধনী গরিবের বৈষম্য

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর, যশোরঃ যশোরের অভয়নগরে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সেই সাথে ধনী -গরিবের বৈষম্য।। যশোরের অভয়নগর উপজেলায় দিন কে দিন বেড়েই চলেছে করোনা পজিটিভের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর সাথে সাথে জ্যমিতিক হারে বাড়তে শুরু করেছে করোনা রুগী। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র দেওয়া তথ্য মতে আজ বৃহস্পতিবার (৮/৪/২০২১) পর্যন্ত মোট করোনা সংক্রমিত রুগীর সংখ্যা ২৫ জন। গতকাল বুধ বার ১৭ টি নমুনা পরীক্ষায় ১১ জনের নমুনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ১ জন হাসপাতালে এবং বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অভয়নগর উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। এর মধ্যে মারা গেছে ১৬ জন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে আরও জানা গেছে এ পর্যন্ত ১ম ডোজের টিকা গ্রহন কারীর সংখ্যা ১০ হাজার ১১১ জন এবং ২য় ডোজের টিকা গ্রহণ করেছেন ৮০ জন।অন্যদিকে করোনা পরিস্থিতি র শুরু থেকে এ পর্যন্ত অভয়নগর উপজেলায় বেড়ে গেছে ধনী -গরিবের মধ্য আর্থিক বৈষম্য।। সরেজমিনে সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে নিন্ম আয়ের মানুষ কাজ হারিয়ে উপার্জন হীন হয়ে পড়েছেন,ফলে গচ্ছিত শেষ সম্বল সহ পোষা গরু-ছাগল বিক্রি করে সংসার চালাচ্ছেন।। এর পর কি ভাবে সংসার চালাবেন সে সম্পর্কে কিছুই বলতে পারেন না।অপরদিকে ধনী শ্রেনীর মানুষ সরকার ঘষিত প্রনোদনার টাকা সহ কম সুদে ব্যাংক ঋন নিয়ে পোস্ট অফিসে বেশি লাভে গচ্ছিত রেখেছেন। ফলে দিনকে দিন তার মুনাফা বাড়ছে। এমন পরিস্থিতিতে সীমা হীন ভাবে বাড়ছে বৈষম্য।।সচেতন মহলের আশা সরকারের গৃহীত সঠিক পদক্ষেপ ও প্রান্তিক কর্ম হীন ও নিন্ম আয়ের মানুষদের মাঝে আর্থিক প্রনোদনা ঘোসনা বাস্তবায়নের মাধ্যমে কেবল এ পরিস্থিতির উত্তরন করা সম্ভব।

এম এম মনিরুজ্জামান উপজেলা প্রতিনিধি অভয়নগর যশোর।