দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরের ভৈরব নদীতে  শশুক শ্রেনীর দুটি ডলপিনের মৃত্যু

মনিরুজ্জামান লিটন, অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলায় বাহ্ মান ভৈরব নদীতে দুটি শশুক শ্রেনীর ডলপিন কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গতকাল ১৭/৪/২০২১ তারিখ রোজ বুধবার  বিকাল ৪টার দিকে মধ্যপুর পীর বাড়ি খেয়া ঘাটে  মৃত অবস্থায় নদীপাড়ে পড়ে থাকতে দেখা গেছে শশুক শ্রেনীর ডলপিন দুটি। স্থানীয় লোকজন প্রথমে দেখতে পেয়ে ছুটে যান ডলপিন দুটির কাছে। স্থানীয় ভাষায় এদেরকে শোস নামে সবাই ডাকে। এরা এক ধরনের শোশুক শ্রেনীর ডলপিন। স্থানীয় দের ধারনা অতি উৎসাহী কিছু শিকারি অথবা জাহাজের সাথে প্রাপ্ত আঘাত  এদের মৃত্যুর কারন হয়ে থাকতে পারে।বিশেষজ্ঞ দের মতে আগে এই নদীতে হরহামেশাই এদেরকে নদীতে ভাসতে দেখা যেত । কিন্তু নদীর নাব্যতা আর দুষনের কারনে এই ডলপিন গুলো এখন আর নদীতে খুব একটা দেখা যায় না। এরা পরিবেশের ও জলজ প্রানীদের খাদ্যশৃংখল  রক্ষা করে। যা প্রানী জগতে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন সমাজের দাবি যে বা যারাই ডলপিন দুটির মৃত্যুর জন্য দায়ী হোক না কেনো এটা একটা অপরাধ। আর এ ধরনের অপরাধের শাস্তি হওয়া উচিত ।এম এম মনিরুজ্জামান উপজেলা প্রতিনিধি অভয়নগর যশোর।