দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে লকডাউনে প্রশাসনের কঠোর বিধিনিষেধ। ২শতাধিক মোটরসাইকেল আটক

অভয়নগরে লকডাউনে আটক ২শতাধিক মটর সাইকেল

মনিরুজ্জামান মিল্টন (অভয়নগর প্রতিনিধি) – করোনার ভারতীয় ভ্যারিয়েণ্ট
সংক্রমণ ঠেকাতে যশোরের ন্যায় অভয়নগর পৌরসভায়ও চলছে সাত দিনের কঠোর
বিধিনিষেধ,আর এই বিধি নিষেধ মাঠপর্যায়ে বাস্তবায়নে মাঠে তৎপর প্রশাসন।
দফায় দফায় সরেজমিনে পর্যবেক্ষণ করে কোথাও ত্রুটি দেখা দিলে সাথে সাথে
নিচ্ছেন আইন অনুযায়ী ব্যবস্থা। গত দুই দিনে বিভিন্ন দোকানে জরিমানা
আদায়ের পাশাপাশি চলছে ইজিবাইক,বেবিট্যাক্সি ওমটরসাইকেলের উপর কঠোর
নজরদারি। বিশেষ করে যেসব মোটরসাইকেল নিয়ম না মেনে চলাচল করছে সে সব
মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন । গত দু-তিন দিনে প্রায় দু,শোর বেশি
মোটরসাইকেল জব্দ করেছে যশোর যশোর জেলা ট্রাফিক পুলিশ ও অভয়নগর থানা
পুলিশ। জব্দকৃত মোটরসাইকেল অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে। অভয়নগর
থানা সুত্রে জানা যায় বিধিনিষেধ লংঘন করে চলাচল, কাগজপত্রে গড়মিল,
হেলমেট না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারনে গত দু-তিন দিনে দুশোরও বেশি
মোটরসাইকেল জব্দ করে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।সরকারি নির্দেশনা
মোতাবেক করোনা পরিস্থিতি অনুকূল না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলতে
থাকবে।।