অভয়নগরে করোনার ভয়াবহ সংক্রমণ। ১০৭ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৬০

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর উপজেলায় করোনা সংক্রমনের হার ভয়াবহ পরিস্থিতিতে রুপ নিতে যাচ্ছে বলে আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞজনেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সুত্রে জানাগেছে মোট ১০৭ টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ৬০ জন। অর্থাৎ সনাক্তের হার ৫৬.০৭%। এর মধ্যে পৌর এলাকায় ৩৪ জন বাকি২৬ জন ইউনিয়ন পর্যায়ে সংক্রামিত হয়েছেন। দিন কে দিন করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। গত দু সপ্তাহ আগে নওয়াপাড়া পৌরসভা এলাকায় ৩,৪,ও৫ নং ওয়ার্ড কে ডেঞ্জার জোন ঘোসনা করে কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। কিন্ত করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। যা অভয়নগরের মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।প্রশাসনের কোনু উদ্যোগ কাজেই আসছে না। এ দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত বেডের তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তারা রোগী খুলনা অথবা যশোর পাঠিয়ে দিচ্ছেন।এমন পরিস্থিতির জন্য অতি সংক্রামিত ভারতীয় ভ্যারিয়েণ্ট অর্থাৎ ডেল্টার সামাজিক সংক্রামণ কে কারণ হিসাবে খাড়া করছেন অনেকেই। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মাহামুদুর রহমান রিজভী মতে অভয়নগর উপজেলায় করোনা সংক্রমণ ভয়ংকর রুপ নিচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধি দের আরও বেশি এগিয়ে আসা এবং প্রয়োজনে আইনের আরও কঠোর প্রয়োগ বাস্তবায়নের আশা প্রকাশ করেন সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here