মনিরুজ্জামান মিল্টন,অভয়নগর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় অভয়নগরের শিল্পশহর নওয়াপাড়ায় কাঁচা মরিচের মুল্য বেড়েছ প্রায় তিনগুন।সম্প্রতি কাচাবাজার ঘুরে দেখা গেছে অন্যান্য তরকারি, সব্জীর দাম কিছুটা নিন্মমুখী হলেও পচনশীল নিত্য প্রয়োজনীয় কাচা ঝালের মুল্য উর্ধমুখী। আগে যেখানে ৫০থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো এখন সেখানে ১৫০ থেকে ১৬০টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন লকডাউন এবং বৃষ্টির জন্য মাল আসতে সমস্যার কারনে এমন অবস্থা। দাম বাড়ার কারনে ক্রেতারা আগের তুলনায় কম ক্রয় করছেন। অবশ্য পাইকারী বাজারে মুল্য কিছুটা কম হলেও খুচরা মুল্য লাগামহীন। দীর্ঘদিন লকডাউনের ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন ,এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় এই কাচা পন্যের মুল্য বৃদ্ধিতে ক্রেতার হিমসিম খাচ্ছে। তারা বাজার মনিটরিং এর মাধ্যমে মুল্য কমানোর দাবি জানিয়েছেন। ID: 137