মনিরুজ্জামান মিল্টনঃ যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পেছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, তিনদিন পূর্বে অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুক বিভিন্ন রোগ নিয়ে ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পেছনে বসে শুয়ে দিন পার করতে থাকেন।
এলাকাবাসী জানান, তিনদিন পূর্বে অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুক বিভিন্ন রোগ নিয়ে ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পেছনে বসে শুয়ে দিন পার করতে থাকেন।
অসুস্থ এই নারী তিন দিন যাবত পড়ে ছিলো একই স্থানে। কোনো সেচ্ছাসেবী প্রতিষ্ঠান কোনো সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীদের হযোগিতায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি আবারও পূর্বের স্থানে ফিরে আসেন। শুক্রবার বেলা আনুমানিক ৩ টার সময় মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মারা যান।
এ ব্যাপারে অভয়নগর থানার এসআই রণজিত সেন জানান, অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার এসআই রণজিত সেন জানান, অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা সম্ভব হবে। তার অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।