দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে ঘুর্ণিঝড় ‘ফনী‘র প্রভাবে দিনভর বৃষ্টিপাত।বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন

নওয়াপাড়া ইনষ্টিটিউটের সামনে মহাসড়ক থেকে তোলা ছবি। ছবি - ড,শাহরিয়ার আহমেদ

নিজস্ব প্রতিবেদক – অভয়নগরে ঘুর্ণিঝড় ‘ফনী‘র প্রভাবে একনাগাড়ে বৃষ্টিপাত।বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বিকাল থেকেই ঘুর্ণিঝড় ফনীর প্রভাবে বাতাসের সাথে বৃষ্টি শুরু হবার পর থেকেই একনাগাড়ে সারারাত ও আজ সারাদিন হালকা বাতাসের সাথে বৃষ্টিপাতের কারনে এখনও আতঙ্ক কাটেনি সাধারন মানুষের মন থেকে ফলে আজ ৪ঠা এপ্রিল শনিবার অভয়নগর বাজারের হাটের দিনও জমেনি হাট এবং তেমন দেখা মেলেনি অভয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারী ও খুচরা ক্রেতা-বিক্রেতাদের ভিড়।অভয়নগর বাজারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানও আজ সারাদিন বন্ধ রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো হালকা বৃষ্টিপাত। তবে দিন গড়ানোর সাথে সাথে জনসাধারনের মন থেকে ঘুর্ণিঝড় ফনীর আতঙ্ক কেটে যেতে থাকে তবে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনেরও স্বল্পতা রয়েছে।