অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাংচুর ও নগদ অর্থ লুটপাট 

0
0
অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার    নওয়াপাড়া পৌরসভার  ৪ নং ওয়ার্ডের রানাভাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাংচুর ও নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় রানাভাটা এলাকার মাহমুদা টি স্টলে এ ঘটনা  ঘটে।
ভুক্তভোগী দোকানী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পশ্চিম মদিনা বাগ  এলাকার নাজের আলী শেখের পুত্র ইমরান শেখ (৪২) দোকানে আসে এসময় মনিরুল ইসলাম নামের এক (বেকারি) সেলসম্যান পণ্য দিতে আসে। সেলসম্যান দোকানীকে পণ্য বুঝিয়ে দেবার আগেই ইমরান উল্টা পাশ থেকে প্যাকেট ছিরে রুটি নিয়ে খেতে শুরু করে। এসময় সেলসম্যান তাকে বলে আপনি রুটি খাবেন খান তবে প্যাকেটটা ঠিক মতো ছিড়ে খান। সেলসম্যানের কথায় ইমরান রাগান্বিত হয়ে তাকে গালিগালাজ করতে শুরু করলে দোকানী মাহমুদুর রহমান তাকে শান্ত করার চেষ্টা করলে সে দোকানীর সাথে বাগবিতণ্ডা জরিয়ে একপর্যায়ে  তার অপর দুই ভাই মাসুদ শেখ ও মিনারুল শেখকে ডেকে এনে দোকানীকে মারধর ও দোকান ভাংচুর শুরু করে।এসময় দোকানী জাতীয় সেবা ৯৯৯ তে কল করলে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে ঘটনাস্থলে
পুলিশ পৌছানোর আগেই হামলাকারীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দিয়ে উক্ত স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী দোকানী মাহমুদুর রহমান বলেন, হামলাকারীরা আমার ক্যাশ বাক্স থাকা প্রায় ২৫ হাজার টাকা নিয়ে গেছে। তাছাড়া তারা দোকান ভাংচুর করে আরো প্রায় ২০- ২৫ হাজার টাকার মালামালের ক্ষতি করেছে। আমি ৯৯৯তে কল দিলে পুলিশ এসে সরোজমিনে ঘটনা দেখে গেছে।এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
এদিকে সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর সালাম ঘটনাস্থল পরিদর্শন করে এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে এ বিষয়ে ইমরান শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, দোকানী মাহমুদুর রহমান আগে আমার উপর হামলা করে। আমি ও আমার ভাইদের  বিরুদ্ধে  দোকান ভাংচুর ও নগদ টাকা লুটপাটের যে অভিযোগ তুলেছে সেটা সত্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here