অভয়নগর প্রতিনিধিঃ অভয়নগর উপজেলায় অবৈধভাবে ইউরিয়া সার মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুদ করা আট বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে আজ বুধবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ও শংকরপাশা এলাকায় অভিযান চালিয়ে জরিমানা এবং ইউরিয়া সার বাজেয়াপ্ত করেন।অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আক্তার আদালতটি পরিচালনা করেন।
এ সময় বিএডিসির(বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) ডিলার মেমার্স এস এম এন্টারপ্রাইজের মালিক নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও বিএনপির ৬নং ওয়াডের সভাপতি মুজিবর রহমানের গুদামে আট বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করার অভিযোগে মুজিবর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এরপর নওয়াপাড়া বাজারের মেসার্স মাহি ট্রেডার্সের মালিক আবদুল্লাহ আল মামুন সার ডিলার না হয়েও তাঁর প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সার ডিলার লিখেছেন। অসত্য প্রচারের অভিযোগে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানার টাকা আদায় করা হয়। সূত্র জানায়, সর্বশেষ উপজেলার শংকরপাশা বাজারে মেসার্স তাবু ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় একজন কৃষকের কাছে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করার অভিযোগে মেসার্স তাবু ট্রেডার্সের মালিক তাবিউল ইসলাম তাবুকে অতিরিক্ত নেওয়া ৩০০ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি এসময় কৃষককে ওই টাকা ফেরত দেন।পূর্বের মজুদের ইউরিয়া সার বর্তমান দামে বিক্রি এবং সারের মূল্য তালিকা না টানানোয় তাবিউল ইসলাম তাবুকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন,‘অবৈধভাবে ইউরিয়া সার মজুদ, বেশি দামে বিক্রি এবং সারের মূল্য তালিকা না টানানোয় তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুৃদ করা আট বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে।’