মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলায় বহুল আলোচিত ৮ বছর বয়সি দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শিশু নাঈমা খাতুনকে ধর্ষনের পর হত্যার অভিযোগে অভিযুক্ত উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যা ওরফে কুশো মোল্যার পুত্র মোঃ আমজাদ মোল্যা (৪০) এর রিমান্ড মন্জুর করেছে আদালত।
গত ৭ই আগস্ট উপজেলার একটি মাছের ঘেরের কচুরিপানার মধ্য থেকে শিশু নাঈমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তে পাঠিয়ে ওই রাতেই সন্দেহের তালিকায় থাকা আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এঘটনায় শিশু নাঈমার পিতা মনিরুল বিশ্বাস বাদী হয়ে গত ৯ই আগস্ট (মঙ্গলবার) এজাহার দিলে অভয়নগর থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে অভিযুক্ত আমজাদ কে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে এবং মাললা তদন্ত কর্মকতা জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করলে আজ রবিবার (১৪ আগস্ট) সিঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক পলাশ কুমার দালাল আসামির দুই দিনের রিমান্ড মন্জুর করে।