অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ
আজ থেকে ৫১ বছর আগে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে লাখো শহীদের রক্তের বিনিময়ে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এনে দিয়েছিলো এক মহান বিজয়, যার মধ্যদিয়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ একটা পতাকা।
আজ সেই মহান বিজয় দিবসে(১৬ই ডিসেম্বর) অভয়নগরে সর্বস্তরের মানুষ ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্মরন করলেন জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের।
সকালের শীতকে উপেক্ষা করে ছোট ছোট ছেলে মেয়ে সহ সর্বস্তরের মানুষ ছুটে আসে ফুলেল শ্রদ্ধা জানাতে।
নওয়াপাড়া স্টেশনে শহীদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।
এছাড়াও অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভয়নগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা।
উক্ত অনুষ্ঠানে অভয়নগর উপজেলার ৭জন বীর মুক্তিযোদ্ধা কে বিশেষ সন্মাননা সহ উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।