দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে ভ্যান চোর চক্রের দুই সদস্যকে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার- যশোরের অভয়নগরে ভ্যান চোর চক্রের দুই সদস্যকে পুলিশে সোপর্দ করেছে জনতা। নারীসহ অপর এক চোর পালিয়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেলগেট থেকে চোরাইকৃত ভ্যানসহ দুই চোরকে আটক করা হয়।

অভয়নগর থানা সূত্র জানায়, খুলনার কয়রা উপজেলার আমাদী গ্রামের সামসুর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম (২৯) ও বরিশালের কাউখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে নাসির উদ্দিন (২৮) নামের দুই ভ্যান চোরকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে নওয়াপাড়া বাজারের সোহরাব প্লাজার সামনে একজন বৃদ্ধে তার ভ্যানটি রেখে বাজারে যান। এ সময় একজন নারীসহ তিন যুবক অভিনব কায়দায় ভ্যানটি চুরি করে খুলনার দিকে যাত্রা করেন। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় কয়েক যুবক মোটরসাইকেল নিয়ে চোরাইকৃত ভ্যানটিকে ধাওয়া করেন।

এক পর্যায়ে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে ভ্যানসহ দুই চোরকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোর ও ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।