অভয়নগর (যশোর) যশোরের অভয়নগরে ভুয়া ডিবি ও মানবাধিকারকর্মী পরিচয়ে দুই প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার রাতে উপজেলার ধোপাদী গ্রামের বেতারের মোড় থেকে এ দুজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। আজ শনিবার মামলা দায়েরের পর তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। আটক ভুয়া ডিবি সদস্য বাপ্পী হোসেন (২৮) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বুনোরামনগর গ্রামের নিজাম হাওলাদারের ছেলে এবং অপর আটক মানবাধিকারকর্মী মনিরুল আসলাম (৩০) একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। প্রতারণার শিকার ধোপাদী দপ্তরীপাড়ার আইয়ুব হোসেন জানান, শুক্রবার তারাবি নামাজের সময় সে ও তার ছোট ভাই বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুই প্রতারক বাড়িতে ঢুকে একজন ডিবি সদস্য এবং আরেকজন মানবাধিকার কর্মকর্তা পরিচয় দিয়ে মহিলাদের ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বাড়ির মালিক আইয়ুব ও তার ছোট ভাই ইমানুরের নামে ৫টি মামলার তদন্তে এসেছেন বলে নগদ পাঁচ শ টাকা হাতিয়ে নেয় দুই প্রতারক। ওই রাতেই একই গ্রামের নির্মাণ শ্রমিক টিটোর স্ত্রী রাজিয়াকে মামলার ভয় দেখিয়ে পাঁচ শ টাকা হাতিয়ে নেয় তারা। মামলা ও টাকা নেওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী দুই প্রতারককে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রোকিবুজ্জামান জনতা কর্তৃক আটক দুই প্রতারকের বিষয়ে বলেন, ভুয়া ডিবির কার্ড পাওয়া যায়নি, তবে একটি মানবাধিকারের কার্ড পাওয়া গেছে। চাঁদাবাজি ও প্রতারণার দায়ে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক দুই প্রতারক প্রতারণার কথা স্বীকার করলেও ডিবি পরিচয় দেওয়ার কথা অস্বীকার করেন।