অভয়নগরে হতাশাগ্রস্থ এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর আত্মহত্যা

0
6

স্টাফ রিপোর্টার – অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে দারিদ্রতায় হতাশাগ্রস্থ হয়ে মেহেদী হাসান শিমুল(২৩) নামে এক মেধাবী শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কৃষক হাফিজুর রহমানের ছেলে। মেহেদী হাসান বিএল কলেজের রাষ্ট্র বিজ্ঞন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় সে এ প্লাস গ্রেডে উত্তির্ণ হয়েছিলো।
তার পিতা হাফিজুর রহমান বলেন, সংসারে অভাব অনাটনের কারনে সে মেহেদীর মায়ের সাথে ঝগড়া করে।এ ঘটনায় তার ছেলে দু:খ পায়। এর আগ থেকে সে লেখাপড়ার পর চাকরি হবে কি না এ নিয়ে হতাশয় পড়েছিলো। শুক্রবার রাতে তার ছেলে মনের কষ্টে ঘরে রক্ষিত আগাছা নাশক পান করে। টের পেয়ে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবন্নতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর ভাঙ্গা এলাকায় পৌছালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের হায়া নেমে আসে। মেহেদী হাসান শিমুল স্থানীয় পর্যায়ে একজন সাংস্কৃতিকবান তরুণ ছিলো। তার লেখা গল্প বিদ্যালয়ের স্মরণিকায় প্রকাশিত হলে সে অনেকের কাছে প্রসংশিত হয়। পরিবারে তার ছোট একটি বোন, মাতা ও পিতা রয়েছে। তারা শোকে অসুস্থ হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here