অভয়নগরে অমানবিক গরুর লড়াই বন্ধ করে দিলেন অভয়নগরের ওসি।সুধীমহলের সাধুবাদ

0
6
গরুর লড়াই। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার – যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ ধলিরগাতি মাঠে আয়োজিত গরুর লড়াই নামক এক অমানবিক বিনোদন অনুষ্ঠান পন্ড করে দিলেন অভয়নগরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোয়াজ্জেম হোসেন। ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন ও ‍সুধীমহল। ধলিরগাতিতে গরুর লড়াই নামক এই অমানবিক বিনোদন অনুষ্ঠানটিকে ঘিরে অনুষ্ঠান পরিচালনা কমিটি টিকিটের মাধ্যমে আগত দর্শকদের নিকট থেকে টাকা আদায়েরও অভিযোগ করেন এলাকাবাসী। এব্যাপারে অভয়নগর থানার ওসি জনাব মোয়াজ্জেম হোসেন দৈনিক সমাজের কন্ঠকে বলেন, যে কোনো পশু পাখির লড়াই একটি অমানবিক কাজ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং অনুষ্ঠানটি আয়োজনের পুর্বে অভয়নগর থানা থেকে কোনো প্রকার অনুমতি না নিয়েই অনুষ্ঠানটি পরিচালনা শুরু করলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছি।এব্যাপারে কথা বলতে অভয়নগর থানার ইউএনও মহোদয়কে ফোন দিলেও রিসিভ করেননি।

এলাকাবাসী সহ সকল স্তরের সচেতন মানুষ মনে করেন অমানবিকভাবে অবুঝ পশু পাখি ধরে এনে লড়াইয়ের মাঠে নামিয়ে দেওয়া চরম অন্যায়। তারা সকলে অভয়নগর থানার ওসি সাহেবের এই সাহষী পদক্ষেপকে সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here