অভয়নগরে সাংবাদিক লাঞ্চিত’র ঘটনায় ফলপ্রসু বৈঠক; আহুত মানববন্ধন স্থগীত

0
0

স্টাফ রিপোর্টার –  যশোরের অভয়নগর উপজেলায় চার সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় শনিবার বেলা ১২ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা ও সাংবাদিক নের্তৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ফলপ্রসু হওয়ায় রোববার (১৫সেপ্টেম্বরের) মানববন্ধনর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান  শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সহ সভাপতি তহীদ মনি, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক হোসেন,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের প্রধান উপদেষ্টা শেখ আতিয়ার রহমান, ইউনিট প্রধান কামরুল ইসলাম, ডেপুটি ইউনিট প্রধান রিপানুর ইসলাম,কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহান প্রমুখ। বৈঠকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহান নিজের দোষ স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বৈঠক শেষে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ বলেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুজ্জামানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের বিচার মেনে নিয়ে মানববন্ধন কর্মসূচি প্রতাহার করলাম। প্রসঙ্গত, গত সোমবার অভয়নগর উপজেলার জেষ্ঠ সাংবাদিক শেখ আতিয়ার রহমান ও সাংবাদিক রিপানুর ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে তথ্য আনতে গেলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহান তাদের লাঞ্চিত করেন। এ ঘটনা শুনে সাংবাদিক কামরুল ইসলাম ও জাকারিয়া  রহমান বিষয়টি জানতে গেলে কৃষি কর্মকর্তা তাদের ও লাঞ্চিত করেন। এ ঘটনায় দেশ ব্যাপী সমালোচনার ঝড় উঠে। শনিবার বৈঠকে এ ঘটনার অবসান ঘটলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here