অভয়নগরে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তাল ও খেজুর বীজ রোপন

0
0

স্টাফ রিপোর্টার –
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ভাটবিলা-ব্লকের ওয়াবদা ব্রীজ থেকে মশিয়াহাটি পর্যন্ত খালের দুই পাঁড় দিয়ে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তাল ও খেজুর বীজ রোপন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় (কৃষিই সমৃদ্ধি) বিশেষ কর্মসূচীর আওতায় জনসাধারণকে বৃক্ষ রোপনে উদ্ভুদ্ধ করতে নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের চিত্ত রঞ্জন দাসের উদ্দ্যোগে সুন্দলী ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও অশোক কুমার বিশ্বসের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে তালবীজ রোপন কর্মসূচী শুরু হয়। বজ্ররোধক তাল গাছের বীজ রোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন অভয়নরগ উপজেলা কৃষি অফিসার গোলাম ছামদানি। এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, এসএপিপিও পরিতোষ কুমার দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিলটন কবিরাজ, সহকারী শিক্ষক কৃষপদ বিশ্বাস , ইউপি সদস্য রাজকুমার হালদার, প্রকাশ বিশ্বাস , মিনতী রানী বিশ্বাস  (ওয়ার্ড ৪,৫,৬), মিনতী রানী  বিশ্বাস(৭,৮,৯), অসিত মন্ডল, অসিত বোস প্রমূখ। এসময় কর্তৃপক্ষ সুন্দলী এলাকায় প্রায় ৩০ হাজার তাল বীজ রোপনের ইচ্ছা পোষন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here