অভয়নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত

0
1

স্টাফ রিপোর্টার –  অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া পৌরসভার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এলাকার কয়েকজন যুবকের হাতে লাঞ্চিত হয়েছেন। সোমবার আন্ত: স্কুল ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করার পর ওইদিন সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠে খেলোয়ারদের সংবর্ধনা দেয়ার সময়  এ লাঞ্চনার ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কমকর্তার কাছে বিচারের জন্য আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় থানার অফিসার ইনচার্যকে বিষয়টি অবগত করান। পরে থানার অফিসার ইনচার্য(ওসি) অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে আসেন। এদিকে সোমবার সন্ধ্যায় লাঞ্চিত হওয়ার ঘটনার পর ওই দিন গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে কে বা কারা মল ত্যাগ করে। এতে এলাকাবাসী আরো ক্ষুব্ধ হয়েছেন। পৌর সভার ৩নং ধোপাদী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রউফ মোল্যা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  জামার কলার ধরে গলা ধাক্কা দিয়েছে এলাকার কিছু বখাটে যুবক। এ ছাড়া সরকার দলীয় আরো কয়েকজন ছেলেকে ও লাঞ্চিত করেছে তারা। এতে এলাকার শিক্ষার পরিবেশ বিঘিœত হয়েছে।  আমি ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। থানার অফিসার ইনচার্য মো: তাজুল ইসলাম জানান, ইউএনর ডাকে উপজেলা চত্বরে এসে দেখি কয়েক’শ শিক্ষার্থী ও এলাকাবাসী অবস্থান করছেন। তাদের কাছে ঘটনা শুনে আমি বিদ্যালয়ে  তদন্ত করে ঘটনার সত্যতা পাই। এসময়ে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করতে বলি। কিন্তু তিনি এ বিষয়ে কোন অভিযোগ করতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here