ভারতে পাচার হওয়া মহিলাদের অভয়নগর ব্র্যাকের উদ্যোগে দেশে ফেরত আনা হয়েছে

0
2

শেখ জাকারিয়া রহমান- যশোরের অভয়নগর থেকে এক বছর আগে ভারতে পাচার হওয়া তরুণীকে ব্র্যাকের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটায় নওয়াপাড়া রেল ষ্টেশনে থেকে ওই তরুণীকে তার পরিবার ও ব্রাকের কর্মকর্তা  নিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকের নিকট কাছে হস্তান্তর করা হয়। দীঘ দিন পর স্বজনেরা মেয়েকে কাছে পেয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। পাচার হওয়ার ঘটনা জানতে চাইলে ওই তরুণী কান্নায় ভেঙ্গে পড়ে। তরুণী জানায়, দেড় বছর আগে একজন মহিলার সাথে তার পরিচয় হয়। সেই মহিলা তাকে ভালো চাকুরির প্রলোভন দেখিয়ে সাতক্ষিরা সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। তার সাথে আরও সাত জন মেয়ে কে ভারতের একদালেল নিকট তুলেদেয়া হয়। কলকাতা থেকে প্রথমে তাদের বেঙ্গালর নেওয়ার হয়। বেঙ্গালর থেকে অন্য মেয়েদের কোথায় ুনয়ে যায় তা সে বলতে পারে না। এদিকে ভারতে পাচার হওয়া ছয় কিশোরীকে গত ১৫জুন সোমবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবন্ধ স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। জানা যায়, চাকুরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে পাচার করা হয়েছিল। এক বছর ধরে ভারতের চেন্নইয়ের একটি বাড়ি থেকে ওই ছয় কিশোরীকে উদ্ধার করে ভারতীয় পুরিশ চেন্নাইয়ের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করে। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ইমপালস এনজিও নেটওর্য়াক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্রমে বাংলাদেশের এনজিও ব্র্যাকের সহযোগিতায় ওই কিশোরীদের পরিচয় ও টিকানা নিশ্চিত করা হয়। এক বছর বিভিন্ন চিঠি চালাচালির পর তাঁদের ফেরত পাঠানো হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here