স্টাফ রিপোর্টার – যশোরের অভয়নগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করা কালে দুই প্রতারক কে প্রাইভেট কারসহ আটক করেছে জনতা। পরে তাদের পুলিশে দেওয়া হয়। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা কোটা গ্রাম এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে হুমায়ুন কবির বাবু (৩৮) ও বুইকরা গ্রামের ফিরোজ গাজীর ছেলে শান্ত গাজী (২০)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে হুমায়ুন কবির বাবু ও শান্ত গাজী প্রাইভেট কার নিয়ে উপজেলার কোটা গ্রামের তরফদার পাড়ায় তসলিম, সাগর ও সোহাগ মোল্যার বাড়িতে যেয়ে পুলিশ পরিচয় দেয়। এবং বলে তারা মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ আছে। তাদের থানায় যেতে বলে। তা না হলে ১০ হাজার টাকা দাবী করে। ওদের আচরনে এলাকাবাসির সন্দেহ হলে আটক করে অভয়নগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে প্রাইভেট কারসহ প্রতারক হুমায়ুন কবির বাবু ও শান্ত গাজী আটক করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী সোহাগ মোল্যা জানান, গত মঙ্গলবার রাতে প্রাইভেট কার নিয়ে ২ ব্যক্তি রাত ১ টার সময় পাশের বাড়ির তসলিমকে সাথে নিয়ে আমার বাড়িতে যেয়ে বলে আমি মাদক ব্যবসার সাথে জড়িত থানায় যেতে হবে। আমি থানায় যেতে রাজী না হলে তারা আমার কাছে ১০ হাজার টাকা দাবী করে। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে আমরা তাদের আটক করে অভয়নগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হুমায়ুন কবির বাবু ও শান্ত গাজী নামে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন সময়ে এ ধরনের প্রতারনা করে আসছিল। আটককৃতদের নামে মামলা হয়েছে।