মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি।লকডাউনের ২য় দিনে অভয়নগরে সচেতনতা মূলক প্রচারাভিযান জোরদার।। লকডাউনের ২য় দিন যশোরের অভয়নগর উপজেলায় আজ ৬-৪-২০২১তাং রোজ মংগলবার করোনার কারনে স্বাস্থ্য বিধি সংক্রান্ত সচেতনতা মুলক প্রচার অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন, বি আই ডাব্লিউ টি এ-(BIWTA), বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন (নওয়াপাড়া শাখা ,নওয়াপাড়া নৌ পুলিশ ও নওয়াপাড়া নদী বন্দর কতৃপক্ষের উদ্যোগে করনা মহামারী পরিস্থিতি অনুকূলে আনার উদ্দেশ্যে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা মুলক প্রচার অভিযান চালানো হয়।প্রচারনায় মাইকিং এর মাধ্যমে নৌযান শ্রমিক-ও জাহাজের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা সহ অপ্রয়োজনীয় ঘুরাঘুরি না করে সবাইকে জাহাজে অবস্থানের নির্দেশ প্রদান করা হয়।এছাড়া বি-আই-ডব্লিউ টি (BIWTA)এর উদ্যোগে “নদি রাখবো পরিস্কার, BIWTA এর অংগিকার “এই স্লোগান কে সামনে রেখে নওয়াপাড়া মাছ,মুরগির বাজারে প্রয়োজনীয় নির্দেশনা মুলক প্রচারাভিযান পরিচালিত হয়।প্রচারাভিযানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া নৌ ফাঁড়ি ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার নেতা-কর্মীরা। প্রচারে – কেউ যাতে নদীতে বজ্র-ময়লা না ফেলে সে ব্যাপারে সচেতন করা হয়।এ ছাড়া আজ সকাল থেকে রেড-ক্রিসেন্ট সোসাইটি ও জেলা প্রশাসন এর উদ্দোগে মাইকিং এর মাধ্যমে করনা পরিস্থিতির উত্তরন ঘটাতে সবাই কে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং অপ্রয়োজনীয় ঘুরাঘুরি না করার নির্দেশনা প্রদান করা হয়।।প্রশাসন তৎপর, চলছে সচেতনতা মুলক প্রচার–কিন্তু এই প্রচারাভিযানে কতটা সচেতন হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষ! তাদের সাথে কথা বলে জানা গেছে জীবন -জীবিকার তাগিদে তারা বাইরে এসেছে।পরিবারে মুখে অন্য তুলে দেবার জন্য ই তারা বাইরে বেরিয়ে এসেছে। সচেতনতা মুলক এ সব প্রচার,স্বাস্থ্য বিধি কোন কিছুই তাদের আমলে আসছে না।তারা বাধ্য হচ্ছেন কাজের জন্য বাইরে আসতে।।অর্থাৎ দেখা যাচ্ছে জীবন ও জীবিকার তাগিদে মানুষ অসচেতন হতে বাধ্য হচ্ছে।কোনো নির্দেশনা, বিধি তাদের কে আটকে রাখতে পারছে না।তীব্রভাবে অনিহা দেখা দিয়েছে স্বাস্থ্য বিধি মানতে।।ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়-পুর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি। -কোনো নিয়োম নীতি এখানে অর্থহীন।। এমনই পরিস্থিতিতে সাধারন খেটে খাওয়া মানুষের। এম,এম মনিরুজ্জামান (মিল্টন) উপজেলা প্রতিনিধি