দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে কার্গো জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে নদীতে যাত্রীদের ঝাঁপ

মনিরুজ্জামান (মিল্টন) অভয়নগর প্রতিনিধিঃ কার্গো জাহাজ ছুটে আসতে দেখে যাত্রীবাহী নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা। যশোরের অভয়নগর উপজেলায় গতকাল ১০ই এপ্রিল রোজ শনিবার বেলা ১টার দিকে ভৈরব নদীতে শংকরপাশা খেয়া ঘাটে এই ঘটনা সংঘটিত হয়।প্রত্যক্ষ দর্শীরা জানান বরা বরের মত নৌকায় এ দিন যাত্রী পারাপারের এক পর্যায়ে একটি নৌকা যাত্রী বোঝায় করে মাঝ নদীতে এলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এম ভি আরাফ-২ নামক একটি কার্গো জাহাজ অতি দ্রুত ছুটে আসতে দেখে যাত্রী সকল হতবিহ্বল হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। নৌকাটি ছিলো মামুন মাঝির।যাত্রী রা নদীতে ঝাঁপিয়ে পড়েই দিক বিদিক সাঁতার কাটতে শুরু করেন,বিপদ বুঝতে পেরে স্থানীয় জনগন ও অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয় তাদের উদ্ধার করেন। এতে করে কিছু যাত্রী আহত হন। তাদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যাত্রীদের মধ্য বয়স্ক ব্যাপ্তিও ছিলেন। তবে সকল যাত্রী কেই উদ্ধার করা সম্ভব হয়।নৌপুলিশ সুত্রে জানা যায় নৌকার সাথে সংঘর্ষ হবার সম্ভাবনা থেকেই যাত্রীরা ঝাঁপিয়ে পড়েন, তবে কোন প্রকার সংঘর্ষ সংঘটিত হয়নি।স্থানীয় দের দাবী নদীর এই জায়গায় বাঁক থাকায় এবং কিছু কার্গো জাহাজ নিয়ম না মেনে নদীতে অবস্থান করায় নৌকার মাঝিরা অনেক সময় ছুটে আসা কার্গো জাহাজ দেখতে পান না,ফলে এ ধরনের সংঘর্ষ হবার সম্ভাবনা থেকে যায়।